odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ইউরো বাছাইয়ের জন্য পর্তুগালের দল ঘোষণা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৮:৩৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৮:৩৮

ইউরো বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে ইউরোপের দলগুলো। এরই মধ্যে ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। এবার কোচ রবার্তো মার্টিনেজ ঘোষণা করলেন পর্তুগালের স্কোয়াড। ২৬ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

পর্তুগাল স্কোয়াড : ডিওগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও, আন্তোনিও সিলভা, দানিলো, ডালট, ইনাসিও, ক্যানসেলো, নেলসন সেমেডো, পেপে, গুয়েরেইরো, রুবেন ডিয়াজ, টোটি গোমেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পালহিনহা, ওটাভিও, রেনাতো সানচেজ, রিকার্ডো হোর্তা, রুবেন নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও



আপনার মূল্যবান মতামত দিন: