ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
ঢাবি ভর্তি পরীক্ষায়

এক আসনের জন্য লড়বে ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৭ ১৮:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৭ ১৮:১৭


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লক্ষ ৭৭ হাজার ৭১৫জন ভর্তিপ্রার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ জন।

ব্যবসায় শিক্ষা অনুষদ অধিভূক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন।

এবার ৫টি ইউনিটের মধ্যে বিজ্ঞান অনুষদ অধিভূক্ত ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩জন, কলা অনুষদ অধিভূক্ত ‘খ’ ইউনিটের ২হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩হাজার ১৬৪জন, ব্যবসায় শিক্ষা অনুষদ অধিভূক্ত ‘গ’ ইউনিটের ১হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯হাজার ৯৫৪জন, সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভূক্ত ‘ঘ’ ইউনিটের ১হাজার ৬১০টি আসনের বিপরীতে ১লক্ষ ৩হাজার ২৮২জন এবং চারুকলা অনুষদ অধিভূক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০হাজার ১৭২জন আবেদন করেছে।
জানা যায়, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন: