
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, আমরা এশিয়া কাপ খেলতে চাই। খেলাটি কোনো মডেলে হবে সেটি এসিসির সিদ্ধান্তের বিষয়।
সোমবার মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এসিসি থেকে আনুষ্ঠানিকভাবে জানব কোথায়, কখন ম্যাচ হবে। সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও বলেছেন, আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে।
আপনার মূল্যবান মতামত দিন: