
স্থানীয় সময় রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা চলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হলে একজন গুরত্বর আহত হওয়ার পরে মারা যায়।
পুলিশ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, খেলা শুরুর বাঁশি বাজার পর খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ১৫ বছর বয়সি এক খেলোয়াড়ের মাথায় বা গলায় আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে উদ্ধার করে মাঠে জরুরি চিকিৎসা দেয়ার পর হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: