ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেট স্টেডিয়াম পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৩ ১৪:৫৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০২৩ ১৪:৫৮

এ বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। এ দুটি টুর্নামেন্টের মাঝে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে দশদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিনটি ম্যাচের মধ্যে একটি সিলেটে আয়োজন করতে চায় বিসিবি। 

সফরের প্রায় তিন মাস আগে সিলেট স্টেডিয়াম পরিদর্শনে মঙ্গলবার বাংলাদেশে আসে তিন সদস্যের একটি কিউই প্রতিনিধি দল। বুধবার প্রতিনিধি দলের সদস্যরা সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেন। 

উপমহাদেশে সফরের আগে স্বাগতিক বোর্ডের আয়োজন দেখতে ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোর্ড প্রতিনিধিরা আগাম সফর করেন। সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল সন্তুষ্ট।



আপনার মূল্যবান মতামত দিন: