
২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস করা হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন পাস হবে অর্থবিল। বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির একাদশ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৪তম বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: