ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৩ ২০:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৩ ২০:০২

ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ৬১.৮ শতাংশ দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার। উত্তর সিটিতে রোগী ১৬.৩ শতাংশ। ২১.৯ শতাংশ ঢাকার বাইরে থেকে এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ শাখার প্রায় পাঁচ মাসের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চালানো এই জরিপে ঢাকার চারটি সরকারি ও পাঁচটি বেসরকারি এবং একটি স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৭২২ রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়।

এ বছর সবচেয়ে বেশি ৪০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিয়াতুজ্জামান বলেন, ভর্তি রোগীদের বেশির ভাগ যাত্রাবাড়ী, কাজলা, জুরাইন, মুগদা, খিলগাঁও, মানিকনগর ও আরামবাগ এলাকার বাসিন্দা।

তিনি বলেন, যারা হাসপাতালে আসছে, বেশির ভাগের অবস্থা জটিল। অনেকের একাধিকবার আক্রান্ত হওয়ার ইতিহাস আছে। 



আপনার মূল্যবান মতামত দিন: