ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৩ ০১:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুন ২০২৩ ০১:২১

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘কয়েকটা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে লোডশেডিং বেড়েছে। প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে। এতে দুর্ভোগ হচ্ছে। এ কারণে আমরা দুঃখিত।’

এদিকে আগামী ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি কয়লা আমদানি করতে আরো ২০-২৫ দিন সময় লাগবে।

শনিবার (০৩ জুন) দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: