ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইমরান খানের সংবাদ প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০২:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০২:৫৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিল দেশটির সেনাবাহিনী। সম্প্রতি গণমাধ্যম মালিকদের ডেকে এক গোপন বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এরপর দেশটির অধিকাংশ টিভি ও সংবাদপত্র থেকে ইমরান খানের সংবাদ উধাও হয়ে যায়। সূত্র: দ্য ইন্টারসেপ্টের।

গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকেই প্রায় প্রতিদিনই ইমরান খান দেশটির গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। গত ৯ মে তাঁকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তাঁর সমর্থকরা। ফলে আরও ফলাও করে প্রচার হতে থাকে ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সংবাদ। চলতি সপ্তাহে গোপন ওই বৈঠক হয় ইসলামাবাদে। বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। এতে ইমরান খানের সব ধরনের সংবাদ বন্ধ করতে সরাসরি নির্দেশ দেওয়া হয়।  



আপনার মূল্যবান মতামত দিন: