
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।
সেই দুঃখ কিছুটা ভোলার সুযোগ এসেছিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। কিন্তু সেখানেও পারল না ব্রাজিল।
শনিবার আর্জেন্টিনার সান হুয়ানে ইসরাইলের বিপক্ষে ৩-২ গোলের অঘটনের হারে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সেলেকাও যুবারা।
পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়ে যুব বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সেমিফাইনালে জায়গা করে নিল ইসরাইল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে দুবার এগিয়ে গিয়েও হার এড়াতে পারেনি ব্রাজিল। এর আগে স্বাগতিক আর্জেন্টিনাও বিদায় নিয়েছে যুব বিশ্বকাপ থেকে।
আপনার মূল্যবান মতামত দিন: