ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজামা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৩ ১৬:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ১৬:১৪

বছরের শুরুতে আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের আরেক দিকপাল লিওনেল মেসিকে দলে টানার দৌড়ে এগিয়ে আছে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলল।

সৌদি লিগের নতুন নক্ষত্রকুঞ্জে এবার যোগ হচ্ছে আরেক মহাতারকার নাম। কয়েকদিন ধরে চলা গুঞ্জনকে সত্যি প্রমাণ করে রিয়াল মাদ্রিদ ছেড়ে রেকর্ড চুক্তিতে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন ফরাসি কিংবদন্তি করিম বেনজেমা।

রোববার এক বিবৃতিতে মৌসুম শেষে বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এরপর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল একবারিয়া জানায়, আল ইত্তিহাদের সঙ্গে দুই বছরের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন ৩৫ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড।



আপনার মূল্যবান মতামত দিন: