ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কোচিং এর পর নির্বাচক হবার ইচ্ছা আশরাফুলের

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৩ ২২:০১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ২২:০১

সম্প্রতি দুবাই থেকে লেভেল-৩ কোচিং কোর্স করে এসেছেন আশরাফুল। লক্ষ্য কোচ হয়ে দেশের প্রতিনিধিত্ব করা। যদিও খেলাটা এখনো ছাড়েননি। তবে আশরাফুল জানিয়েছেন, আগামী জাতীয় ক্রিকেট লিগের পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন তিনি।

গত রোববার (৪ জুন) স্থানীয় এক গণমাধ্যমের সাথে আলাপে মাতেন আশরাফুল। বিসিবির বয়সভিত্তিক, গেম ডেভেলপমেন্টে সুযোগ থাকে কাজ করার। প্রস্তাব পেলে কিভাবে দেখবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ আসলে আমি কাজ করতে চাই। আমিতো শিখবো। এটাই আমার চাওয়া এখন।

এই সময় জাতীয় দলের নির্বাচক হবার ইচ্ছের কথাও প্রকাশ করেন আশরাফুল। কখনো সুযোগ আসলে লুফে নিতে চান তিনি। এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘নির্বাচক হবার ইচ্ছে আমার আছে। যদি বেঁচে থাকি তবে শেষ দিকে হব।

 



আপনার মূল্যবান মতামত দিন: