ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৬ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৩ ০১:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ০১:৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগীর ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। 

বর্তমানে দেশে মোট ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: