odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

 দৈনিক আজকালের খবর'র সাজ্জাদ হোসেন চিশতী’র একমাত্র ছেলে আর নেই

gazi anwar | প্রকাশিত: ৮ September ২০১৭ ২০:২০

gazi anwar
প্রকাশিত: ৮ September ২০১৭ ২০:২০

 

 অধিকারপত্র ডেস্ক

দৈনিক আজকালের খবর এর কমার্সিয়াল এডিটর ড. সাজ্জাদ হোসেন চিশতীর  একমাত্র সন্তান (৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত) ইউশা আজ দিবাগত রাতে না ফেরার দেশে চলে গেছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

 ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় গতকাল রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সাফি হোসেন চিশতি ইউশা। বয়স: ১১ বছর ৭ মাস, শ্রেণী: ৫ম। ৮ সেপ্টেম্বর ২০১৭, ভোর ৪ টা ৩০ মিনিট ইন্তেকাল করেন।



আপনার মূল্যবান মতামত দিন: