ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মেসির সিদ্ধান্তকে সাধুবাদ জানাল সতীর্থ তেভেজ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৩ ১৯:৫০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ১৯:৫০

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসির মিয়ামিতে যাওয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। 

আর্জেন্টিার সাবেক ফরোয়ার্ড তেভেজ বলেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। সতীর্থদের বেতন কমিয়ে সে বার্সেলোনায় ফিরতে চায়নি। সে খারাপ মানুষ হতে চায়নি।

তেভেজ আরো বলেন, ‘সে মিয়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: