ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

এবারের উইকেট একেবারে আলাদা: শারদুল ঠাকুর

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ June ২০২৩ ২৩:৩৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ June ২০২৩ ২৩:৩৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবল চাপে আছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে তাদের প্রথম ইনিংসগুটিয়ে গেছে ২৯৬ রানে।

ভারতের টপ অর্ডার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গতকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে দ্য ওভালের পিচ নিয়ে মুখ খুললেন ভারতের শার্দুল ঠাকুর।

যিনি চলতি টেস্টসহ এই মাঠেই তিনটি ফিফটি করেছেন। তার মতে, ওভালের পিচ আর আগের মতো নেই।

শার্দুল বলেন, 'এবারের উইকেট একেবারে আলাদা। গতবার যখন এই পিচে খেলেছিলাম, আমরা জানতাম আকাশে মেঘ থাকলে বল মুভ করবে।



আপনার মূল্যবান মতামত দিন: