ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মেসি এখন বেইজিংয়ে, সঙ্গে গেলেন কে?

sabuj | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০১:১২

sabuj
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০১:১২

আর্জেন্টাইন মহাতারকা দলের সঙ্গে পৌঁছে গেছেন চীনে, এশিয়া সফরে অংশ নিতে । সঙ্গী হয়েছেন আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলজিওভান্নি লো সেলসো, , লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনারা। শনিবার সকালে বেইজিং বিমানবন্দরে নেমেছেন মেসিরা। চীনের অনেক আর্জেন্টাইন সমর্থক বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন । লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের দলের সঙ্গে যোগ দিতে আরও দেরি হবে। এর আগে এজেকিয়েল পালাসিওস ও, ফাকুন্দো বুয়োনানোত্তে, নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরো, বেইজিং আসেন। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।



আপনার মূল্যবান মতামত দিন: