odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১২ June ২০২৩ ১৩:১৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১২ June ২০২৩ ১৩:১৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ফাইনালের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য তাড়া কারতে নেমে ভারত গুটিয়ে গেছে ২৩৪ রানে।ম্যাচ জিতলে বিশ্ব রেকর্ড হতো টিম ইন্ডিয়ার।

চতুর্থ দিনের শেষ বিকেলের ব্যাটিংয়ে রোমাঞ্চের আভাস দিয়েছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। তবে শেষ দিনে অস্ট্রেলিয়ার ঝাঁজালো বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারল না ভারত। স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন, মিচেল স্টার্কদের দুর্দান্ত বোলিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানে অল আউট হয়। এরপর ভারতকে ২৯৬ রানে গুটিয়ে দিয়ে ১৭৩ রানের লিড নেয় অজিরা। 



আপনার মূল্যবান মতামত দিন: