
আগামী ১৪ জুন শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে টেস্ট ম্যাচ দেখতে তাদের খরচ করতে হবে দুইশ টাকা। ক্লাব হাউজ ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকির মূল্য ধরা হয়েছে পাঁচশ টাকা। এছাড়া সর্বোচ্চ ১০০০ টাকা রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত টিকিট কাটা যাবে। ১৩ জুন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিনই টিকিট কাটতে পারবেন দর্শকরা। আগের সিরিজের মতো এবারও অনলাইনে টিকিট কাটা যাবে বলে বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: