odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত 'হ্যারি টেক্টর'

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ June ২০২৩ ০২:৩৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ June ২০২৩ ০২:৩৩

আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি টেক্টরের কাছে হেরে গেছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

বাবর আজমের মতো বিশ্বতারকাকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরার পুরস্কার জিতে নেন আইরিশ তারকা হ্যারি টেক্টর। 

ছেলেদের ক্রিকেটে মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ছিলেন বাবর আজম ও নাজমুল হোসেন শান্ত।

গত মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৬৫.৩৩ গড় ও ১০২.৬১ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজে হয়েছেন সিরিজ সেরা। 

বাংলাদেশ সিরিজে টেক্টর করেছেন ২০৬ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ১১৩ বলে ১৪০ রান করেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার। 

মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে বাবর আজম করেছেন ১৬২ রান। করাচিতে চতুর্থ ওয়ানডেতে খেলেন ১০৭ রানের ইনিংস।



আপনার মূল্যবান মতামত দিন: