
মাঝেমধ্যেই প্রায়ই সম্প্রচার নিয়ে বিসিবিকে জটিলতার মধ্যে পড়তে হয়। এই সমস্যা সমাধানে এবার নিজস্ব টিভি চ্যানেলের জন্য আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার মিরপুর শেরেবাংলায় এই তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে।
বিশেষ করে বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই।
'পাপন আরও বলেন, আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব।
আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।'
আপনার মূল্যবান মতামত দিন: