ঢাকা | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৫:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৫:৪৩

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। তবে আজ সকালে পাওয়া যাবে কেবল পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রয় শুরু হবে।

অনলাইন টিকিট বিক্রয়ে যেন অতিরিক্ত চাপ পড়ে সার্ভার ডাউন না হয় সেজন্য এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকেট।

প্রতিদিনই অগ্রিম টিকেট দুই ধাপে বিক্রি করবে রেলওয়ে। গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত দেওয়া হবে না। 

রেল সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। 



আপনার মূল্যবান মতামত দিন: