ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

শান্তর ফিফটিতে মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৮:১৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৮:১৮

মিরপুর শেরেবাংলায় আজ বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ডানহাতি পেসার নিজাত মাসুদের করা ওভারটির প্রথম বলেই ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন জাকির হাসান (১)। তাকে ফেরাতে অবশ্য রিভিউ নিতে হয়েছে আফগানদের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। দলীয় স্কোরবোর্ডে ৫০ রান যোগ হয় ৭০ বলে। ওয়ানডে স্টাইল ব্যাটিংয়ে ৫৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ২০.১ ওভারে বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে। 

১২৯ বলে একশ ছাড়ায় শান্ত-জয়ের জুটি। ১ উইকেটে ১১৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন: