ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ২০:২২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ২০:২২

আজ ঢাকা টেস্টের প্রথম দিনে মিরপুরের গ্যালারিতে ‘শান্ত’ ‘শান্ত’ চিৎকারে কান পাতা দায়। আজ দর্শকদের চিৎকারে মিশে ছিল শান্তর প্রতি সম্মান আর ভালোবাসা। 

সেই দর্শকদের সামনেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন শান্ত। শুরু থেকেই তিনি ছিলেন ওয়ানডে মেজাজে। 

উইকেটের চারপাশে দারুণ সব শট খেলতে দেখা গেছে শান্তকে। ফরম্যাটটা টেস্ট হলেও ৫৮ বলে ফিফটি পূরণ করেন। আর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে তিনি খেলেছেন ১১৮ বল। হাঁকিয়েছেন ১৮টি বাউন্ডারি।
তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল আজ মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে সবার মাঝে। 


আপনার মূল্যবান মতামত দিন: