
চুক্তির মেয়াদ শেষ করে আগামী বছরই পিএসজি ছেড়ে দিতে চান কিলিয়ান এমবাপ্পে। এসব কথা জানার পর ক্লাব কর্তৃপক্ষ তাঁকে এবারই কোথাও পাঠিয়ে দিতে চায়, নয়তো চায় চুক্তির নবায়ন। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এমবাপ্পের পিএসজি-পর্ব কিছুদিনের মধ্যে শেষও হয়ে যেতে পারে।
তবে এমবাপ্পের দলবদলের ঘটনায় আবারও দৃশ্যপটে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গত বছর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়া প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন। কিন্তু মাখোঁ তাঁকে পিএসজিতে থেকে যেতে অনুরোধ করেন। ফ্রান্সের সরকারপ্রধান আবারও একই ভূমিকা পালনের কথা জানিয়েছেন। বলেছেন, এমবাপ্পেকে তিনি প্যারিসে ধরে রাখার চেষ্টা করবেন।
এএফপির খবরে বলা হয়, বুধবার প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে এমবাপ্পেকে নিয়ে মাখোঁকে প্রশ্ন করেন এক পিএসজি সমর্থক। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন ‘এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই’ বললেও পরে মন্তব্য করেন, ‘আমি (ধরে রাখার বিষয়ে) চেষ্টা করব।
আপনার মূল্যবান মতামত দিন: