odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ফলোঅনের আশঙ্কায় আফগানিস্তান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৫ June ২০২৩ ২১:১০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৫ June ২০২৩ ২১:১০

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ফলোঅনের আশঙ্কায় আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৪।

বাংলাদেশি পেসাররা দ্রুত চার উইকেট তুলে নেওয়ার পর নাসির জামাল আর আফসার জাজাই মিলে প্রতিরোধ গড়েছিলেন।  পঞ্চম উইকেটে ৭৩ বলে ৬৫ রানের জুটির অবসান হয় মেহেদি মিরাজের বলে নাসির জামালের (৩৫) বিদায়ে। 

এবাদত হোসাইনের ৪ এবং শরিফুল ইসলাম জোড়া উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের শিকার একটি করে ইউকেট। যার ফলে ফলোঅনের আশঙ্কায় রয়েছে আফগানিস্তান। 



আপনার মূল্যবান মতামত দিন: