odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

৬৬১ রানের পাহাড়সম লিড নিয়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ June ২০২৩ ০০:২০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ June ২০২৩ ০০:২০

গ্যালারিজুড়ে তুমুল করতালি আর হর্ষধ্বনির মাঝে মাঠ ছাড়ছিলেন মুমিনুল হক আর লিটন কুমার দাস। আফগানদের নাকের জলে চোখের জলে করে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে।

প্রেস বক্সে অনেকেই অনুযোগ করছেন-  লিটন দাসের সেঞ্চুরিটার জন্য আরেকটু সময় দিলে কী এমন ক্ষতি হতো? ম্যাচের তো আরো দুই দিনের বেশি বাকি। তবে ক্ষতি যা হওয়ার হয়েছে আফগানদের। 

এই টেস্ট জয়ের জন্য তাদের ৬৬২ রান করতে হবে! এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৪৭৬ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। এত দিন সেটাই ছিল সর্বোচ্চ। আজ নিজেদের পুরনো রেকর্ড ভেঙে অনেক দূর এগিয়ে গেল টিম টাইগার।



আপনার মূল্যবান মতামত দিন: