
হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপে গ্রুপ পর্বে আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ ‘এ’ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের সাথে পয়েন্ট ভাগাভাগি করার পরও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।
গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২টি পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। একই অবস্থা শ্রীলঙ্কার ‘এ’ নারী দলেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। গ্রুপ রার্নাস-আপ হয়ে সেমিতে খেলবে শ্রীলঙ্কা।
আপনার মূল্যবান মতামত দিন: