ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নেপালের বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৪:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৪:১৪

ক্রেগ আরভিন ও শেন উইলিয়ামসের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ে দাপুটে জয় পেয়েছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৯১ রানের টার্গেট তাড়ায় হেসে খেলেই জয় পেল স্বাগতিক জিম্বাবুয়ে। 

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করে নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন ওপেনার কুশাল ভুরতালের। 

টার্গেট তাড়া করতে নেমে ক্রেগ আরভিন ও শেন উইলিয়ামসের জোড়া সেঞ্চুরিতে ৩৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে। 

দলের হয়ে ১২৮ বলে ১৫টি চার আর এক ছক্কায় ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেন আরভিন। মাত্র ৭০ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন শেন উইলিয়ামস।  



আপনার মূল্যবান মতামত দিন: