ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মুশফিককে ১০ লাখ টাকা পুরস্কার দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০১:৪৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০১:৪৩

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে ১০ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভায় পুরস্কারের বিষয়টি উত্থাপতি হলে বিসিবি তা অনুমোদন করেছে। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সম্মাননা হিসেবে মুশফিককে ১০ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্যই এই পুরস্কার।বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুশফিককে বোর্ডের পক্ষ থেকে আলাদা করে কখনও কিছু দেওয়া হয়নি। সেজন্য তাকে এই উপহার।তবে এটা সংবাদ মাধ্যমে আসবে ভাবিনি। 

এছাড়া বিসিবির সভায় সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকে অর্থ পুরস্কার দেওয়ার কথাও ওঠে বলে জানা গেছে। আইপিএল বাদ দিয়ে তারা আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেজন্য তাদেরও পুরস্কার দেওয়ার ওই দাবি তোলা হয় বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: