ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২৩ ১৭:৪৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ১৭:৪৯

আগামী ১৪ থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। 

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ এই টুর্নামেন্টে খেলবে। এই উপলক্ষে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই দারুণ করা জাকির হাসান। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান।

বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, মোহাম্মদ নাঈম শেখ।

রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।



আপনার মূল্যবান মতামত দিন: