
ইউরো বাছাইয়ে চতুর্থ জয় পেল ফ্রান্স। ১০ জনের গ্রিসের বিপক্ষে সোমবারের খেলায় ফরাসিরা জিতেছে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গোলে। ১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের (৬) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা।
এর আগে নেদারল্যান্ডস, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও জিব্রাল্টারকে হারায় ফরাসিরা। চার ম্যাচে তাদের গোল ৯টি। কেউই একবারও তাদের জালের নাগাল পায়নি।
আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রিস খেলবে নেদারল্যান্ডসের মাটিতে।
দিনের আরেকটি বড় ম্যাচে ইংল্যান্ড ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে নর্থ মেসিডোনিয়াকে। বুকায়ো সাকা তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। প্রথম চারটি ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থ্রি লায়নরা।
আপনার মূল্যবান মতামত দিন: