odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গা-সংঘর্ষ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ June ২০২৩ ০৪:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ June ২০২৩ ০৪:৫৭

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারীদের একটি কারাগারে মঙ্গলবার দাঙ্গা-সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রাজধানী তেগুচিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটিতে প্রায় ৯০০ বন্দি রয়েছে। 

কারাগারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, একটি পক্ষ কারাগারের একটি সেলে আগুন ধরিয়ে দেয়। নিহতদেরর বেশিরভাগ আগুনে পুড়ে মরেছেন, তবে কয়েকজন গুলিবিদ্ধ হয়েও মারা যান। কিছু বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।


হন্ডুরাসের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জুলিসা ভিলান্যুয়েভা জরুরি অবস্থা জারি করেছেন এবং সংঘাত দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: