odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

পর্তুগিজ কোচ মরিনহো চার ম্যাচে নিষিদ্ধ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২২ June ২০২৩ ২০:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২২ June ২০২৩ ২০:১৪

রেফারিকে অপমান করার দায়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনহো।

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে হারের পর গাড়ি রাখার স্থানের রেফারি অ্যান্থনি টেলরের দিকে তেড়ে গিয়েছিলেন মরিনহো। এই অপরাধে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চার ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে এই পর্তুগিজ কোচকে।

গত ৩১ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছিল ইউরোপা লিগের ফাইনাল।

ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে সেভিয়া ও রোমার মধ্যকার ম্যাচটি ১-১ ব্যবধানে সমতা থাকে। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে হেরে বসে মরিনহোর রোমা। পুরো ম্যাচ জুড়ে মোট ১৪টি হলুদ কার্ড দেখান দায়িত্বে থাকা রেফারি টেইলর। যে কারণে খেপেছিলেন মরিনহো।

ম্যাচ শেষে পুসকাস অ্যারেনার বাইরে অফিশিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন মরিনহো। তা ছাড়া সংবাদ সম্মেলনেও নিজের রাগ প্রকাশ করেন তিনি। এ কারণেই অভিযুক্ত করা হয় মরিনহোকে। বুধবার তার শাস্তির কথা জানিয়েছে উয়েফা।



আপনার মূল্যবান মতামত দিন: