_copy_640x360-2023-06-22-14-51-50.jpg)
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পর ভারতে টেসলার কারখানা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন মাস্ক।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ভারতে যাবে বলে জানিয়েছেন সিইও ইলন মাস্ক।
মাস্ক বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ আলোচনা হয়েছে। আমি তাঁকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের আগে থেকেই পরিচয় আছে।
আপনার মূল্যবান মতামত দিন: