
মেয়েদের অ্যাশেজেও চলছে অস্ট্রেলিয়ার আধিপত্য। চলমান নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান মেয়েরা। ৮ নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। টেস্ট ইতিহাসেও ঢুকে গেছে তার নাম।
গতকাল প্রথম দিন শেষে ৩৯* রানে অপরাজিত ছিলেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা সাদারল্যান্ড। আজ সেই ইনিংসকে তিন অংকে নিয়ে যান ২১ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪৮ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি।
এটাই টেস্টে অজি নারী ক্রিকেটারদের দ্রুততম সেঞ্চুরির ঘটনা। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন জিল ক্যানারি। যিনি ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: