
রাশিয়ার রোস্তভ-অন-ডন শহর ছেড়েছেন ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
শনিবার সকালে রাশিয়ার রোস্তভ-অন-ডনে সামরিক স্থাপনা এবং সেখানকার বিমানঘাঁটির নিয়ন্ত্রণে নিয়েছিল ওয়াগনার বাহিনী।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন এবং ‘রক্তপাত’ এড়ানোর জন্য কর্তৃপক্ষ তার ও তার ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নেবে।
এর আগে রাজধানী মস্কো অভিমুখে অভিযান থেকে যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দিয়েছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন।
আপনার মূল্যবান মতামত দিন: