ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

দেশে ফিরেছেন অর্ধ লক্ষাধিক হাজী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৩

পবিত্র হজ পালন শেষে বিমান ও সৌদিয়ার প্রায় দেড়শ‘ ফ্লাইটে অর্ধ লক্ষাধিক হাজী দেশে ফিরেছেন। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফিরতি এই হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এসময়ের মধ্যে বাকী ৭৫ হাজারের মতো হাজী দেশে ফিরবেন।
এদিকে বিভিন্ন কারণে গত দ্ইু দিনে বিমানের চারটি ফিরতি হজ ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছেফ্লাইটগুলো হচ্ছে- সোমবারের বিজি-২০৪২, মঙ্গলবারের বিজি ৬০৪২, বিজি ৮০৪২ ও বিজি ২০৪৪।
এসব ফ্লাইট বাতিলের কারণে যথাসময়ে হাজীদের দেশে ফেরা নিয়ে কোন জটিলতা সৃষ্টি হবে কিনা- এ প্রসঙ্গে বিমানের জনসংযোগ বিভাগের মহাপরিচালক শাকিল মেরাজ বলেন, কিছু ফ্লাইট বাতিল হলেও এতে কোন প্রভাব পড়বে না। যথাসময়েই সব হাজী দেশে ফিরবেন বলে আমরা আশাবাদী। এ পর্যন্ত হাজীদের ফিরতি ফ্লাইটে কোন সমস্যা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: