odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 16th January 2026, ১৬th January ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মোতায়েন হচ্ছে ৪০ হাজার পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ June ২০২৩ ০০:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ June ২০২৩ ০০:৫২

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনায় দেশটিতে বিক্ষোভ চলছে। বুধবার দ্বিতীয় দিনেরমতো রাতভর বিক্ষোভ হয়েছে। পুলিশ এরই মধ্যে বিভিন্ন শহর থেকে অন্তত ১৮০ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ হাজার পুলিশ মোতায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে প্রায় ৪০ হাজার পুলিশ মোতায়ন করা হবে। এর মধ্যে পাঁচ হাজার পুলিশ সদস্য প্যারিসে মোতায়েন করা হবে। রাতেই পুলিশ মোতায়েন সম্পন্ন হবে। 

এর আগে প্রেসিডেন্ট মাখোঁ এ ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ অভিহিত করেছেন। তিনি বলেছেন, কোনোভাবেই এ ঘটনাকে ‘সমর্থন করা যায় না’। মঙ্গলবার প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: