ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ০০:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ০০:১৬

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বিমান হামলায় তিনজন এবং অন্য একটি ঘটনায় রামাল্লাহ শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার সকালে কমপক্ষে ১০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে।


ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে- মনে হচ্ছে ভূ-পৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: