ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
ফ্রান্সজুড়ে বিক্ষো

সহিংসতা বন্ধ করতে হবে: নাহেলের দাদি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ০০:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ০০:২২

ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত কিশোর নাহেল এমের দাদি বলেছেন, আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেলকে হত্যার ঘটনায় ষষ্ঠ দিনের মতো দেশজুড়ে যে বিক্ষোভ চলছে-তার অবসান ঘটাতে হবে।

তিনি বিএফএম টিভিকে বলেন, আমি তাদেরকে থামতে বলেছি। কারণ নাহেল মারা গেছে, আমার মেয়ে তার সন্তানকে হারিয়েছে...তার আর বেঁচে থাকার অবলম্বন নেই।'


ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন শনিবার রাতেই অন্তত ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন এই বলে যে 'তাদের পদক্ষেপের জন্যই শনিবার রাতের পরিস্থিতি শান্ত ছিল'।

এদিকে অব্যাহত দাঙ্গা ঠেকাতে শনিবারেই ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: