odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

দিনাজপুরে 'বিরামপুর প্রিমিয়ার লীগ' এর শুভ উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ | প্রকাশিত: ৫ July ২০২৩ ০১:০৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৫ July ২০২৩ ০১:০৪

দিনাজপুরের বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) সিজন ৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টায় বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) উদ্বোধন করা হয়। 

৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) ২০২৩ এর খেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভার:) মেসবাউল হক, কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সুশীলসমাজ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, ক্রীড়া প্রেমী, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলার বিরামপুর পবন কুন্ডু স্মৃতি সংঘ এবং ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া বিরামপুর এই দুইটি দলের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পবন কুন্ডু স্মৃতি সংঘকে হারিয়ে ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া বিরামপুর দল চ্যাম্পিয়ন হয়।



আপনার মূল্যবান মতামত দিন: