odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

জেনিনে ইসরায়েলের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ July ২০২৩ ০২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ July ২০২৩ ০২:৪৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে। চলমান অভিযানের প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরের দোকানপাট ও অফিস বন্ধ রয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন ছুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই বন্ধ রয়েছে।

প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান এই জেনিন ক্যাম্পের ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে। ফলে সেখানে এখন পথে পথে সংঘাত হচ্ছে।


ফিলিস্তিন রেডক্রসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জেনিন শরণার্থী শিবির থেকে এখনো পর্যন্ত তিন হাজার ফিলিস্তিনিকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকই অসুস্থ ও প্রবীণ।

 



আপনার মূল্যবান মতামত দিন: