_copy_640x360-2023-07-07-18-09-47.jpg)
ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনি ওই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলী সেনাবাহিনী। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতির কাছে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনি যে ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, তাকে দখলকৃত পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে থামানো হয়েছিল। মূলত তার গাড়িটি পরীক্ষা করতে থামানো হয়। তখন ওই ফিলিস্তিনি ইসরায়েলের এক সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হন। সে সময় আক্রমণকারী পালিয়ে যায়। তবে তাকে চিহ্নিত করে হত্যা করা হয়েছে।
অন্য দিকে ইসরায়েলি সেনা নিহতের ঘটনাকে প্রতিশোধ বলছে হামাস। চলতি সপ্তাহে জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর দুদিনের সামরিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছিল বলে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে, ইসরায়েলের সেনা বাহিনীর গুলিতে নিহত ওই ফিলিস্তিনি নাগরিকের নামা আহমদে ইয়াসিন হিলাল গিথান। তিনি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে কিবিয়া গ্রামের বাসিন্দা।
আপনার মূল্যবান মতামত দিন: