
বিদ্যুতের দাম আবার বাড়ানো হলে উৎপাদনমুখী শিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টিল রি-রোলিং, টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এসব খাতে প্রায় ৮ থেকে ১০ শতাংশ উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) রোববার এক বিবৃতিতে এ মন্তব্য জানিয়েছে।
বাণিজ্যিক ব্যবহারকারীদের ক্ষেত্রে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৯৮ পয়সা, বৃহৎ শিল্পকারখানার ক্ষেত্রে ৯ টাকা ৫২ পয়সা থেকে ১০ টাকা ৩২ পয়সা এবং গৃহস্থালীতে ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৬৩ পয়সা থেকে ৬ টাকা ১০ পয়সা হবে।
বিদ্যুতের দাম ফের বাড়ানোর এ প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
আরও বলা হয়, বেসরকারি খাতের ফার্নেস ওয়েল/হেভি ফুয়েল ওয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারীরা বিপিসির প্রদানকৃত দরের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম মূল্যে বিদেশ থেকে ফার্নেস ওয়েল/হেভি ফুয়েল ওয়েল আমদানি করতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: