odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে,লক্ষ্য ৩৩২

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ July ২০২৩ ০০:৫২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ July ২০২৩ ০০:৫২

সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।  টাইগারদের সিরিজে বাঁচাতে হলে এই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই। এর আগে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা।

ম্যাচের শেষের দিকে আফগানিস্তানকে কিছুটা চাপে রাখলেও শুরুতে টাইগার বোলাররা ছিল পুরোপুরি অকার্যকর।

এর ফলে ওপেনিং জুটিতেই ২৫৬ তোলেন ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ। তারা দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফলে ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৩১ রান করে আফগানরা। এবার জিততে হলে টাইগারদের রেকর্ড ভাঙতে হবে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ৪ উইকেটে সেবার টাইগাররা তুলেছিল ৩২২ রান।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। 



আপনার মূল্যবান মতামত দিন: