odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আল-আহলির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন সিমিওনে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ July ২০২৩ ১৯:৫৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ July ২০২৩ ১৯:৫৯

সৌদি আরবের পেশাদার ক্লাব আল-আহলি থেকে অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনেকে আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইএসপিএন নিশ্চিত করেছে যে, স্প্যানিশ লা লিগা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই নেই সিমিওনের।

স্প্যানিশ স্পোর্টস দৈনিক মার্কাও শুক্রবার জানিয়েছে, সৌদি লিগের শীর্ষ পর্যায়ের ক্লাব আল-আহলি আর্জেন্টাইন এই কোচকে আকর্ষণীয় প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। কিন্তু তিনি মাদ্রিদেই থাকছেন। সিমিওকে পেতে এর আগেও আগ্রহ দেখিয়েছিল সৌদি ক্লাবটি। মে মাসেও তারা প্রস্তাব দিয়েছিল।

দুই বছর আগে সিমিওনে অ্যাতলেকিকোর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত অ্যাতলেতিকোতেই থাকার কথা তার।



আপনার মূল্যবান মতামত দিন: