odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

মাদকসহ আটক নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ১১ July ২০২৩ ২১:৫৮

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১ July ২০২৩ ২১:৫৮

ইয়াবা ও হেরোইনসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে (২৭) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তারা মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় প্রবানের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: