odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬
কুমিল্লায়

বাবাকে হত্যার দায়ে তিন সন্তানের ফাঁসির রায়

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:৩১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:৩১

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় বাবাকে হত্যার দায়ে তিন সন্তানের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচার রোজিনা খাঁন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার হাজী আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। তারা সবাই পলাতক। রায়ে বিচারক তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেন। এজাহারভুক্ত চার জনকে রায়ে খালাস দেওয়া হয়। মৃত এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

জানা গেছে, আব্দুল করিম তিন বিয়ে করেন। দণ্ডপ্রাপ্তরা তার প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রীর ঘরের দুই মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরপর তিনি আবার বিয়ে করেন। তৃতীয় স্ত্রীর ঘরে তিন ছেলে ও এক মেয়ে জন্ময়। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর সন্তানদের জমি নিয়ে ঝামেলা হয়। ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে ঝগড়ার এক পর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা বাবা আব্দুল করিমের ওপর হামলা করে। এ সময় তার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মামলা করেন তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম।

কুমিল্লা আদালত পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান বলেন, রায় হয়েছে। তবে এখনও নথি হাতে আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন: