odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ July ২০২৩ ০৪:২৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ July ২০২৩ ০৪:২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩টায় কুষ্টিয়া শিল্লকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আখতারুজ্জামান লাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কাজী শাহানারা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম।

এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: